প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
জিনিস মজুত করে দাম বাড়িয়ে দেওয়া লোকদের গণধোলাই দেওয়া উচিত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের সংকট হবে না এবং পর্যাপ্ত পণ্যের আমদানির ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে জার্মানি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন>>পথ দেখালেই তরুণরা বীরদর্পে সামনে এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী
দাম বাড়ানোর বিষয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানোর তথ্য তো আপনিই দিলেন। আগে দেখা গেল পেঁয়াজের খুব অভাব, পরে দেখা গেলো বস্তাকে বস্তা পেঁয়াজ পানিতে ফেলে দেওয়া হচ্ছে।
এমন লোকদের জন্য কী করা উচিত, তা বলুন। এদেরকে গণধোলাই দেওয়া উচিত। সরকার করলে পাবলিক বলবে সরকার করেছে। জনগণ এর প্রতিকার করলে সবথেকে ভালো। তখন কেউ কিছু বলবে না। নিত্যপণ্য মজুত করে, পরে পচিয়ে ফেলে দেবে আর দাম বাড়াবে!
পেঁয়াজ আমদানি করতে হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যথেষ্ট পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে। আমরা পেঁয়াজের বীজ উৎপাদন শুরু করেছি। ফলে আগামীতে আর আমদানি করতে হবে না। সাংবাদিকরা যখন নিউজ করা শুরু করে তখন মজুদকারীরা পেঁয়াজ বের করে।
সরকারপ্রধান বলেন, ২০২৬ সাল থেকে যেহেতু আমাদের উন্নয়নশীল দেশের যাত্রা শুরু হবে। তাই আগামী ৫ বছর অনেক কাজ করতে হবে। যতটুকুন সময় পাবো তা যথাযথভাবে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ায় আমাদের উদ্দেশ্য।
তিনি আরও বলেন, উন্নয়ন টেকসই করতে সরকারের প্রধান গুরুত্বই থাকবে দেশের আর্থ-সামাজিক উন্নতি। যা হয়েছে তা যেন টেকসই থাকে। কারণ আমরা যে পর্যায়ে থেকে উঠে এসেছি সেটা টেকসই করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা হলো-জাতিসংঘের এসডিজি বাস্তবায়ন ২০৩০ সালের মধ্যে, সেটার জন্য আমরা ২০৩২ সাল পর্যন্ত সময় পেয়েছি। এরমধ্যে যেগুলো দেশের জন্য প্রযোজ্য সেগুলো ইতিমধ্যে বাস্তবায়ন করে যাচ্ছি।
বাংলাবার্তা/আরইউ