রাজবাড়ীতে রেলপথ মন্ত্রী। ছবি: সংগৃহীত
প্রতিটি জেলায় রেল পৌঁছে দেওয়া হবে জানিয়ে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, রেল সস্তায় সার্ভিস দেয় এবং মালামাল পরিবহন করে। তাই প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রেলের সম্প্রসারণ আরও বাড়ানো হবে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, প্রত্যেক জেলার সাথে রেলের সংযোগ স্থাপন করা হবে। কিছুদিন পরে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন চালু হবে। এ লক্ষ্যে রেলের কোচ এবং ইঞ্জিন আমদানি করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজবাড়ীতে ১০৫ একর জমির উপর রেল কারখানা নির্মাণ হবে। এখানে ট্রেনের বগি তৈরির ব্যবস্থা করার ইচ্ছা আছে।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/আরইউ