প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
আওয়ামী লীগ সরকারই বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষ যেন ন্যায় বিচার পায় এবং গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক-সামাজিক অধিকার সুনিশ্চিত হয় সে জন্য সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর মানুষ যেন ন্যায় বিচার পায়, সে জন্য অনেক কর্মসূচি বাস্তবায়ন শুরু করি।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দক্ষিণ এশিয়ার একবিংশ শতাব্দীর সাংবিধানিক আদালত: ভারত-বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
নিজের কষ্টের কথা বলতে গিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার কি আমাদের ছিল না। আমরা কি অপরাধ করেছিলাম। ১৯৮১ সালের আগে ছয় বছর আমাকে প্রবাসে থাকতে হয়, কারণ তখনকার মিলিটারি ডিকটেটর আমাকে আসতে দেবে না দেশে। রেহানাকেও আসতে দেবে না এবং তার পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি।
তিনি বলেন, আমরা যারা ১৫ আগস্ট আপনজন হারিয়েছি, আমরা বঞ্চিত থাকব। আমি অনেকবার হাইকোর্টে গিয়েছি, আমি যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করি, বারবারই এ প্রশ্নটাই করেছি, বিচারের বাণী নিভৃতে কাঁদে।
বাংলাবার্তা/এসএ