স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (পুরনো ছবি)
নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবৈধভাবে পণ্য মজুত করে যারা দেশে কৃত্রিম সংকট করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মধুবাগে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। রমজান উপলক্ষে যারা কৃত্রিম সংকট তৈরি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ অগ্নি-সন্ত্রাস ও জঙ্গীবাদকে পছন্দ করে না। ২৮ অক্টোবরের মতো নাশকতা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
বাংলাবার্তা/এসএ