সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি: সংগৃহীত)
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখবো, এটা আমরা নির্বাচনী ইশতেহারে বলেছিলাম। কাজই এটা আমাদের অগ্রাধিকার, বাজার নিয়ন্ত্রণে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব ধরণের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি চক্র সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। অতীতেও দেশে পেয়াজের সংকট তৈরি করা হয়েছিল। পেয়াজ আমদানির পর বাজার আবার সয়লাব হয়ে গেল। এবারও তাই করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ভারত থেকে আমাদের ৫০ হাজার টন পেয়াজ দেশে আসছে। রোজার আগেই বাজারে কিছু পেয়াজ ঢুকবে। কাজেই বাজার মোটামুটি স্থিতিশীল আছে।
তিনি আরও বলেন, শুধু পাইকারি বিক্রেতা নয়, খুচরা বিক্রেতাদের মধ্যেও বেশি মুনাফা করার প্রবণতা রয়েছে। এ ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। এদের বিরুদ্ধে সরকারও ব্যবস্থা নেবে।
বাংলাবার্তা/এসএ