অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
দেশের কমিউনিটি ক্লিনিকের দিকে খেয়াল রাখুন, রোগীরা ওষুধ পাচ্ছে কি-না, সবকিছু ঠিকঠাকভাবে বণ্টন হচ্ছে কি-না। যাদের পুনর্বাসন করে দিয়েছি, তাদের খোজখবর রাখেন। এতে আপনাদেরই লাভ। নির্বাচনে ভোটটা আপনারাই পাবেন। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ব্যক্তির উপকার চিন্তা করে প্রকল্প না নেওয়ার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, কোনটা করলে মানুষের উপকার হবে, সাধারণ মানুষের যোগাযোগ মাধ্যম উন্নত হবে, মানুষের কল্যাণের কথা চিন্তা করেই প্রকল্প নিতে হবে।
বিদ্যুৎ ব্যবহার নিয়ে শেখ হাসিনা বলেন, বিদ্যুতে আমরা ভর্তুকি দিচ্ছি। এটি উৎপাদনে অনেক বেশি খরচ হচ্ছে। এখন থেকে যে বেশি খরচ করবে, তাকে মূল্য বেশিই দিতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সচিবসহ বিভিন্ন জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বক্তব্য দেন।
বাংলাবার্তা/এসএ