সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি: সংগৃহীত)
চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশের সরকারপ্রধান। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি জানান, ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের কাছে চিঠির একটি কপি হস্তান্তর করা হয়েছে। চিঠির মূল কপি বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান হোয়াইট হাউজে হস্তান্তর করবেন।
রোববার (২৫ ফ্রেবুয়ারি) বিকালে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
চিঠি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাদের চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই চিঠির উত্তরে আমাদের সরকারপ্রধান যে চিঠি দিয়েছেন সেটির একটি কপি মার্কিন প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছি। চিঠির মুল কপিটি যুক্তরাষ্ট্রে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত হোয়াইট হাউজে হস্তান্তর করবেন।
বাংলাবার্তা/এসএ