ছবি: সংগৃহীত
সংস্কারের কারণে আজ ও আগামী মার্চ মাসের ৩ দিন পুরোদমে বন্ধ থাকবে রাজধানীর পোস্তগোলা সেতু। ফলে বাবুবাজার সেতু এলাকায় তীব্র যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ট্র্যাফিক বিভাগ জানায়, ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বুড়িগঙ্গা সেতু-১ (পোস্তগোলা সেতু) দিয়ে কোনো যানবাহন পারাপার হতে পারবে না।
গত ২৪ ফেব্রুয়ারি বিকল্প রাস্তা হিসেবে বাবুবাজার সেতু ব্যবহার করায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ এবং ৮ মার্চ এই চারদিন বিকল্প হিসেবে অন্য সড়ক ব্যবহারের জন্য উৎসাহিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ।
বিকল্প সড়ক হলো-
১. পদ্মা সেতু থেকে সিলেট, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী হালকা যানবাহনগুলো (বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) শ্রীনগর- মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু- তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক একইভাবে বিপরীতে
খ) পদ্মা সেতু থেকে ঢাকাগামী হালকা যানবাহনগুলো (বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) শ্রীনগর-দোহার-নবাবগঞ্জ- কেরানীগঞ্জ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-কোনাখোলা মোড়-বছিলা সেতু- মোহাম্মদপুর সড়ক এবং একইভাবে বিপরীতে
গ) গাবতলী থেকে দক্ষিণ অঞ্চলগামী যানবাহনগুলো পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করতে বলা হয়েছে।
ঘ) এছাড়া দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ পূর্বাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহনগুলো চাদপুর-শরীয়তপুর ফেরিঘাট ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
বাংলাবার্তা/আরইউ