তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত (পুরনো ছবি) )
গাজায় যা ঘটছে তা ধর্ম, দেশ ও জাতিসত্তার ঊর্ধ্বে। সেখানে নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে। মানবিকতা পরাজিত হচ্ছে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে বাংলাদেশ সবসময় আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
তিনি বলেন, বেসামরিক ব্যক্তিরা গণহত্যার শিকার হচ্ছে। গাজায় জনসাধারণের স্বাধীনতা নেই। এ বিষয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক না করে বিশ্বের কাছে সত্য তুলে ধরতে হবে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অ্যারাবিক-এ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
ফিলিস্তিন সংকট প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সমর্থনে আছে। এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত জোরালো ও সুস্পষ্ট। তিনি কিছুদিন আগে মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা গণহত্যা। এটাই আমাদের অবস্থান।
উল্লেখ্য, ওআইসি সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনে যোগ দিতে গত ২৩ ফেব্রুয়ারি তুরস্ক গিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তুরস্ক সফর শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।
বাংলাবার্তা/এসএ