সাংবাদিকদের সাথে কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত)
বিদেশিদের সাথে প্রভুত্ব নয়, আওয়ামী লীগ সরকার বন্ধুত্ব চায়। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বন্ধুত্বের পরিবর্তে যারা প্রভুর ভূমিকায় আসতে চায়, আমরা তাদের মানি না।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দলের সফরে বিএনপির আশাবাদী হওয়ার মতো কিছু নেই। সরকারের পতন, ব্যর্থতা এবং সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো তারা কিছুই পায়নি।
তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনের ব্যর্থতা, নির্বাচনে না আসার ব্যর্থতা, তাদের এসব নেতিবাচক মানসিকতা সরকারের উপর চাপাচ্ছে। তাদের মিথ্যাচারের ভাঙা রেকর্ড শুনতে শুনতে কান ঝাঁঝরা হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাবার্তা/এসএ