দুদক। ছবি : সংগৃহীত
সাবেক যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি করে ফ্ল্যাট কেনাসহ আয়কর ফাঁকির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।
ইসমাইল হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের বিষয় নিশ্চিত করেছেন দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার উপ-পরিচালক কামরুজ্জামান।
অনুসন্ধানের জন্য সহকারী পরিচালকসহ অনুসন্ধান তদারককারী কর্মকর্তা হিসেবে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার পরিচালককে নিয়োগ করা হয়েছে।
কামরুজ্জামান বলেন, অনুসন্ধানের সময় কোন ব্যাংক হিসাব জব্দ করা বা কোন সম্পদ ক্রোক করা হলে সেটি দ্রুত লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে অবহিত করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, দেশে বিতর্কিত ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৬ অক্টোবর সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেনকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন মামলা হয়। তিনি প্রায় ৩ বছর কারাভোগ করে। এর পর ২০২২ সালের মে মাসে জামিনে মুক্তি পান। তবে দুদকের দায়ের করা অভিযোগের মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
বাংলাবার্তা/এআর