সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
ঢাকা: রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে গুজব ছড়ানো হতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে অনুরোধ করবো গুজবে কান দেবেন না। তাহলেই গুজব ছড়িয়ে কেউ সমস্যা তৈরি করতে পারবে না।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংসদ সদস্য আলী আজম বলেন, কিছু মুনাফালোভী ব্যবসায়ী অনৈতিকভাবে খাদ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট করার চেষ্টা করে। এসব মুনাফালোভী সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি-না?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা খাদ্য গুদামজাত করে যেন কৃত্রিম সংকট করতে না পারে সেজন্য আমরা যথেষ্ট সচেতন রয়েছি। একই সঙ্গে বলতে চাই, বহু পণ্য আমাদের আমদানি করতে হয়। সেক্ষেত্রে আমরা পরনির্ভরশীল। এই পরনির্ভরশীলতা আমরা কাটিয়ে উঠতে চাই। নিজেদের উৎপাদন বাড়াতে চাই।
তিনি আরও বলেন, রমজান হলো সংযমের মাস। আমাদের সংযমী হতে হবে। আমরা দেখি, রমজানে খাবার গ্রহণের বিষয়টি বেড়ে যায়। মূলত সেজন্য রমজান নয়। বিশেষ কোনো খাবার না খেলে রোজা রাখা যাবে না, বিশেষ বস্তু ছাড়া ইফতার করা যাবে না, এ ধরনের মানসিকতা বদলাতে হবে।
বাংলাবার্তা/এসএ