ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। যাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এ বাহিনী সক্ষম হয়।
শনিবার (২ মার্চ) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’-এর তৃতীয় কোর পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠনের পর থেকে সশস্ত্র বাহিনীর উন্নয়নে বেশ কিছু পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করেছি।
জনগণকে ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, বার বার ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দিয়েছে বলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। ইনশাআল্লাহ ভবিষতেও এগিয়ে নিয়ে যাব।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, প্রাইমারি থেকে এসএসসি পর্যন্ত আমরা বিনামূল্যে বই দিচ্ছি, বৃত্তি-উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য বিশেষ বৃত্তি দিচ্ছি। দেশে-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিচ্ছি।
বাংলাবার্তা/এসএ