প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে বেশি মুনাফা নিতে চায়। ভোক্তা পর্যায়ে যেন এমনটা না হয়, সে দিকে খেয়াল রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার(৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাজার পরিস্থিতির দিকে খেয়াল রাখতে হবে। রোজা আসলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য পৌছাতে পারে, সেটি খেয়াল রাখতে হবে। একই সাথে খাদ্যে ভেজাল দেওয়ার বিষয়টিও খেয়াল রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এখন কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে বেশি জড়াচ্ছে। সে দিকেও অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে নজরদারি বাড়াতে হবে। একই সাথে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায় কি-না সে দিকেও খেয়াল রাখতে হবে।
বাংলাবার্তা/এসএ