ছবি : সংগৃহীত
বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন মূল্যে প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম ১৫ টাকা করে কমানো হয়েছে। আর ডিজেলের দাম ৫ টাকা করে।
বুধবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জ্বালানি দিতে চাই। যেটা বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি হতে পারে।
খুচরা বাজারে বর্তমান প্রতি লিটার ডিজেলের দাম ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকা। নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রে ডিজেলের ৫ টাকা ও পেট্রোল-অকটেনের দাম ১৫ টাকা কমিয়ে নতুন দাম ১০৪ টাকা, ১১০ টাকা ও ১১৫ টাকা নির্ধারণ হতে পারে।
গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকা প্রকাশ করে জ্বালানি মন্ত্রণালয়। সেখানে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাস দ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়।
বাংলাবার্তা/এসএ