ছবি সংগৃহীত
বাংলাদেশের চিকিৎসকদের মান অন্য দেশের চেয়ে কম নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, বিদেশিরাও এখন বাংলাদেশের চিকিৎসায় আগ্রহী হচ্ছে। ভুটান থেকে রোগী নিয়ে এসে চিকিৎসা দিচ্ছি।
শনিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘রেসিডেন্টদের ইনডাকশন প্রোগাম মার্চ-২০২৪’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে রোগীরা যে বাইরে যাচ্ছে এমন নয়, ভারত থেকেও রোগীরা বাংলাদেশে আসছে। আমাদের দেশের চিকিৎসকদের যে মেধা আছে তা আবারও প্রমাণ হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে যারা ইনডাকশনে রেসিডেন্ট হিসেবে বসে আছেন, তারা আগামীর দিনে চিকিৎসক হিসেবে কাণ্ডারি। একটি হাসপাতালের সুনাম শুধু ডাক্তাদের ওপর নির্ভর করে না। হাসপাতালের পরিচালক থেকে শুরু করে একজন অধ্যাপক, নার্স, ওয়ার্ডবয় এবং পরিচ্ছন্নকর্মীর ওপর নির্ভর করে। তাদের ভালো আচরণ এবং সেবায় হাসপাতালের বৃদ্ধি পায়।
বাংলাবার্তা/এসএ