লেবু। ছবি: বাংলাবার্তা
রোজা আসলেই লেবুর দামে আগুন ধরে যায়। রমজানের আগে যে লেবু ছিলো ৮/৯টাকা পিস এখন তা ২০/২১ টাকা পিস। এখন বাজারে লেবুর হালি ৮০/৯০ টাকা।
রমজানে শরবত বানাতে লেবুর প্রয়োজন। আর এই কারণে অন্য সময়ের চেয়ে রোজায় লেবুর চাহিতে বেড়ে যাওয়ার অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। এখন প্রথম দিনই দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা হালি। ফলে স্বল্প আয়ের অধিকাংশ মানুষকেই ইফতারির তালিকা থেকে শরবতকে বাইরে রাখতে হচ্ছে।
লেবু, শসা, পেঁয়াজ, আলু, বেগুনসহ সেহরি ও ইফতার সংশ্লিষ্ট সব পণ্যের দাম যেন আকাশছোঁয়া। রমজান শুরুর এক সপ্তাহ আগে থেকেই শসা এবং লেবুর দাম বাড়তে শুরু করে অস্বাভাবিকভাবে।
রাস্তায় ঝাঁকা নিয়ে বসা লেবু বিক্রেতার কাছে দাম জানতে চাইলে বড় সাইজের লেবু ৮০ টাকা হালি চেয়েছেন, আর একটু ছোট সাইজটা ৬০ টাকা।
এদিকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ছোট সাইজের লেবু ৬০-৭০ টাকা হালি, মাঝাড়ি সাইজ ৭০-৮০ টাকা এবং বড় সাইজ লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকা হালিতে। দামাদামি করে সাধ্যের মধ্যে লেবু কিনছেন কেউ কেউ।
বাংলাবার্তা/এআর