মৃত্যু। ছবি : সংগৃহীত
গাজীপুরে বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ আরও ৪ জন মারা গেছেন। এই নিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মার্চ) রাতে জহিরুল ইসলাম ও মোতালেবের মৃত্যু হয় আর সোমবার (১৮ মার্চ) সকালে সোলাইমান ও রাব্বির শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, গতরাতে জহিরুল ইসলামের মৃত্যু হয়। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ ছিল। মোতালেব রাত ২.৩০ মিনিটে মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল, শিশু সোলায়মান আজ সকাল সাড়ে ছয়টার দিকে মারা যান। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল। রাব্বী সকাল পৌনে সাতটার দিকে মারা যায়। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে দশজনের মৃত্যু হলো।
বাংলাবার্তা/এআর