বৃষ্টি। ছবি : সংগৃহীত
রোজার মধ্যে প্রচন্ড গরমে মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম এর মধ্যে রাজধানীতে হঠাৎ বৃষ্টির হানা। বৃষ্টির কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজধানীবাসী।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ৩টার পর প্রায় ঘণ্টাব্যাপী রাজধানী জুড়ে এই বৃষ্টি হয়েছে।
সকাল থেকে প্রচণ্ড তাপমাত্রায় পর এক ফালি বৃষ্টি এখন শহরে বিরাজ করছে এক স্বস্তির অনুভূতি।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মার্চ এবং এপ্রিলে তাপমাত্রা বাড়তে শুরু করে। তাপমাত্রা বাড়লে ভূখণ্ড উত্তপ্ত হয় এবং বাতাসে যথেষ্ট জলীয়বাষ্প থাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। এখনও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এই তাপমাত্রা যত বাড়তে থাকবে বজ্রসহ বৃষ্টির প্রবণতাও তত বাড়তে থাকবে।”
আবহাওয়ার পূর্বাভাসে বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা আরও কমবে। ওইদিন ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে দিনের তাপমাত্রা। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে।
বাংলাবার্তা/এআর