ছবি : সংগৃহীত
গাজীপুরে বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ আরও একজন নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ জনে।
এই হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৯ মার্চ) মধ্যরাত সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নের আইসিইউর ৪ নং বেডে তার মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এ মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়।
বাংলাবার্তা/এআর