ছবি : সংগৃহীত
অবৈধ উপায়ে অর্থ ও সম্পদ অর্জন করার দায়ে এমজিএইচ গ্রুপের নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদের (৫৬) বিরুদ্ধে করা মামলা চার্জশিট অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ মার্চ) দুদক থেকে পাঠানোর এক তথ্য বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে।
আনিস আহমেদের বিরুদ্ধে মামলা করেছিলো তদন্ত কর্মকর্তা ও দুদক উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
আরও পড়ুন>> বিদেশি বৈমানিকের অনিয়মে নষ্ট হচ্ছে বিমানের সুনাম, গুনতে হচ্ছে জরিমানা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনিস আহমেদ অবৈধ উপায়ে ১৩৬ কোটি ২ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আয় করেছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ কোটি কোটি টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা হয়েছে।
আরও পড়ুন>> আইসিডি কাস্টমসের তেলেসমাতি, নিষিদ্ধ পণ্য আমেরিকাতে রফতানির অনুমতি
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টাকার বিপরীতে এমজিএইচ গ্রুপের অধীন বিভিন্ন কোম্পানী সমূহ হতে সি ফ্রেইট বিজনেস ও আউটসোর্সিং সফটওয়্যার সাবস্ক্রিপশন ফি হতে ১১৮ কোটি ৮০ লাখ ৬ হাজার ৬২১ টাকার আয়ের উৎস পাওয়া যায়।
অবশিষ্ট ১৭ কোটি ২২ লাখ ৭০ হাজার ৭৭৯ টাকা অবৈধ উপায়ে অর্জনের প্রমাণও পেয়েছে দুদক।
আরও পড়ুন>> জিআই তার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ কর ফাঁকি
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা সুপারিশ করা হয়েছে।
বাংলাবার্তা/এআর