ছবি: বাংলাবার্তা
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি সোনার বারসহ সৌদিআরব থেকে আসা যাত্রী ইলিয়াস মুন্সিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআই।
মঙ্গলবার( ২৬ মার্চ) বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, যাত্রী ইলিয়াস মুন্সি সৌদি এয়ারলাইন্সের এসভি৭৯৮ মদিনা ফ্লাইট যোগে গতকাল রাত ১১টা ১৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী যাবতীয় প্রক্রিয়া শেষ করে গ্রীণ চ্যানেল অতিক্রম করার পর ক্যানোপি ২ এর দিকে অগ্রসর হলে যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় এপিবিএন ও এনএসআই সদস্যরা যাত্রীকে আটক করে এপিবিএন অফিসে নিয়ে আসা তিনি স্বীকার করেন তার কাছে সোনা রয়েছে।
জিয়াউল হক আরও জানান, তবে সেই সকল সোনা যাত্রীর রেক্টামে রয়েছে। এরপর যাত্রী প্রাকৃতিক কাজের মাধ্যমে একে একে ৬টি সোনার বার বের করে দেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাবার্তা/এসজে