
ছবি : সংগৃহীত
গাজীপুরে বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) ভোর রাতের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।
তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈরের ঘটনায় কুদ্দুস খান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ১৩ নম্বর বেডে মৃত্যু হয় তার। এই নিয়ে এখন পর্যন্ত নারী শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।
কুদ্দুস খানের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা ভোতমারি গ্রামে। সে ওই এলাকার সুরুজ আলীর ছেলে ছিলেন।
বাংলাবার্তা/এআর