
ছবি : সংগৃহীত
নিজেদের জীবন বাচাঁতে বাংলাদেশে নতুন করে আরও তিনজন মিয়ানমার সেনা আশ্রয় নিয়েছে। তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ আগের ৩ সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন আশ্রয় নিয়েছিলো।
শনিবার (৩০ মার্চ) ভোর ৫টার দিকে এই ৩ জন সীমান্ত দিয়ে ঢুকে আশ্রয় নেন।
বান্দরবানের জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন বলেন, তুমব্রু সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের নিরস্ত্র করে বিজিবি নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।
এর আগে ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে ১৭৭ জন মিয়ানমার বর্ডার পুলিশ -বিজিপি সদস্যরা পালিয়ে এসেছিল। আজকে আসা তিন জনকে তাদের সঙ্গে রাখা হয়েছে। তাদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয় জনসাধারণ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সীমান্ত ক্যাম্পগুলো ইতোমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে।
বাংলাবার্তা/এআর