ছবি : সংগৃহীত
এবারের ঈদুল ফিতরের দিন নির্ধারণ নিয়ে চলছে কঠিন এক সমীকরণ। ঈদ ১০ এপ্রিল নাকি ১১ এপ্রিল, তবে এর মধ্যে দেখা নিয়েছে অন্য এক বিপত্তি সেটা হলো এই দু‘দিন আকাশের অবস্থা কেমন হবে। বৃষ্টি নাকি রোদ।
দেশে গত কয়েকদিন ধরে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। সেই সাথে কোথাও কোথাও দেখা দিয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর ১০ এপ্রিল ও ১১ এপ্রিল নিয়ে সুখবর দিয়েছে সেটা হলো এই দু‘দিন বৃষ্টির সম্ভাবনা নেই তবে তাপমাত্রা বাড়তে পারে।
রোববার (৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
তিনি জানান, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে। সারা দেশের তাপমাত্রাই কমবে। আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসেবে এবার ঈদের দিন (১০ বা ১১ এপ্রিল-চাঁদ দেখার ওপর) বৃষ্টি থাকবে না, বরং ভ্যাপসা গরম থাকবে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে সংস্থাটি জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
বাংলাবার্তা/এআর