
ছবি : সংগৃহীত
ঢাকার হাতিরঝিলে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টার পরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিল রামপুরা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। এছাড়া মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাবার্তা/এআর