
ছবি : সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে লাইনচ্যুত হয়েছে ঢাকা থেকে জামালপুরের তারাকান্দি রেলওয়ে স্টেশনে চলাচলকারী ঢাকাগামী যমুনা এক্সপ্রেস।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারের তেজগাঁয়ে লাইনচ্যুত হয় ট্রেনটি। বন্ধ সারাদেশের ট্রেন চলাচল।
তবে ঢাকার কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত এক লাইনে সীমিত আকারে চলছে, তাও আর একটু পরেই বন্ধ হয়ে যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। কমলাপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ একটি লাইন দিয়ে চালু আছে। কাজ চলছে। সর্বোচ্চ আধা ঘণ্টার মধ্যে কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
বাংলাবার্তা/এআর