
ছবি: বাংলাবার্তা
রাজধানীর মালিবাগে রেলের ধাক্কায় মারা গেল আব্দুল ওয়াদুদ (৫৬) নামে এক সিকিউরিটি গার্ড।
রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায়। তিনি পরিবার নিয়ে মালিবাগ এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাবার্তা/এআর