ছবি : সংগৃহীত
গত একসপ্তাহ ধরে দেশে বইছে তীব্র তাপদাহ, এমন পরিস্থিতিতে গত ১৯, ২০ ও ২১ এপ্রিল সারাদেশে ‘হিট অ্যালার্ট’ জারি করেছিলো আবহাওয়া অফিস। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবারও নতুন করে ৭২ ঘন্টার ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস।
এক সতর্কবার্তায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ সেমাবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
বাংলাবার্তা/এআর