
ছবি : সংগৃহীত
ফরিদপুরে ২ সহোদর ভাইকে পিটিয়ে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুতই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নবনিযুক্ত পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টায় দিকে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয়পর্ব ও মতবিনিময় সভায় এ কথা বলেন।
আরাফাত ইসলাম গত বুধবার (২৪ এপ্রিল) র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন।
হত্যাকাণ্ডে জড়িত মধুখালীর ডুমাইন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে গ্রেপ্তারে র্যাব কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছে জানতে চাইলে কমান্ডার আরাফাত ইসলাম বলেন, র্যাবের ইনটেলিজেন্স উইং বিষয়টি নিয়ে কাজ করছে।
দেশের যেকোনো জায়গায় যেকোনো প্রান্তে যেকোনো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনা নিয়ে কাজ করে। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে র্যাব এঘটনায় কাজ করছে। অচিরেই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।
বাংলাবার্তা/এআর