ছবি : সংগৃহীত
দেশে বইছে তীব্র তাপদাহ, এমন পরিস্থিতিতে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল মঙ্গলবার দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (২৯ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে ৫৮ বছরের রেকর্ড প্রায় ছুঁইছুঁই করছে। কেননা ২০২৩ সালে আগের ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সে বছরের ১৬ এপ্রিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরের ১৭ এপ্রিলের সমান। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সে বছরের ২১ মে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই স্থানে ১৯৯৫ সালে থার্মোমিটারের পারদ উঠেছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাবার্তা/এআর