ছবি : সংগৃহীত
গত এপ্রিল মাস জুড়ে দেশে ছিল তীব্র তাপদাহ, এখন মে মাসে শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমেছে।
এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের ৬টি বিভাগে হালকা থেকে মাঝারী ধরণের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
শনিবার (০৪ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রোববার (০৫ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বাংলাবার্তা/এআর