ছবি : সংগৃহীত
আজ ভোর থেকেই রাজধানীর আকাশ কালো মেঘে ডেকে যায়। ঠিক সকাল ৭টার পরপর শুরু হয় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি। এতে ঢাকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
শনিবার (১১ মে) সকালে রাজধানী জুড়ে এই ভারী বৃষ্টিপাত হয়। টানা বৃষ্টিতে বারিধারা, শেওড়াপাড়া, ভাষানটেক, ধানমন্ডি নিউমার্কেট, নয়াপল্টন, তেজগাঁও, মালিবাগসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
তবে তুমুল ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে-কর্মে বের হওয়া মানুষ।
বিভিন্ন স্থানের দেখা দিয়েছে হাঁটু সমান পানি। হাঁটু পানি ঠেলে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায় সাধারণ মানুষদের। চলতি পথে হঠাৎ কোনো গাড়ি চলে আসলে জলাবদ্ধ পানির ঢেউয়ে আরও বিপাকে পড়ছেন তারা।
বাংলাবার্তা/এআর