ছবি : সংগৃহীত
দেশের ৮টি জেলার ওপর দিয়ে বইয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, পাবনা, টাঙ্গাইল, রাজশাহী, নীলফামারী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও যশোরের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।
উল্লেখ্য, এর আগে যশোরের তাপমাত্রা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে রেকর্ড করা হয়।
এর আগে স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা বাংলাদেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ।
বাংলাবার্তা/এআর