ছবি : সংগৃহীত
নতুন করে দেশের ৪ বিভাগে দুইদিন ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৭) সন্ধ্যায় আবহাওয়া অফিসেরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও বলেছে, সারাদেশে মৃদু ও মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১৭ মে) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাবার্তা/এআর