ছবি : সংগৃহীত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর কারণ আজ শনিবার মধ্যরাতে দেশে মহাবিপৎ সংকেত জারি হতে পারে এবং সেই সাথে আগামীকাল রোববার (২৬ মে) এই ঘূর্ণিঝড় খুলনার সাতক্ষীরা জেলা ও চট্টগ্রামের কক্সবাজারের ওপর দিয়ে অতিক্রম করতে পারে।
শনিবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় রেমাল এর সর্বশেষ তথ্য ও এই পরিস্থিতিতে করণীয় বিষয়ক সভা শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
মহিববুর রহমান বলেন, বাংলাদেশ, ভারত, চীন ও জাপানসহ অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় রেখে পরিষ্কার বুঝতে পারছি ঘূর্ণিঝড়টি আসন্ন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত আছে। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে তিন নম্বর সংকেতে চলে যাবে। সন্ধ্যা নাগাদ বা রাতে চার নম্বরের ওপরে এবং রাতের বেলা বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি।
প্রতিমন্ত্রী বলেন, রাত ৮টায় আবার এই মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল ১১টায় আমরা আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছি। এক কথায় এ ঘূর্ণিঝড় আসন্ন, সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি সম্পন্ন করে আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছি।
বাংলাবার্তা/এআর