ছবি : সংগৃহীত
দেশের উপকূল অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আর এই রেমালের তাণ্ডবে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খরব পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ২ জন। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৭ মে) আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে আরও ৬ থেকে ৭ ঘণ্টা। এরপর এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার (২৬ মে) রাত ৮টার দিকে উপকূলে আঘাত করে। এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলা ও চট্টগ্রামে ৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যদিকে মোংলায় ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছে শিশুসহ দুইজন।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় নিম্নাঞ্চলের গ্রাম প্লাবিত, সেই সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৪০ লাখ গ্রাহক। ৭ থেকে ৮ ফুট বেশি উচ্চতার জোয়ারের চাপে সাতক্ষীরা, বরগুনাসহ কয়েক জেলায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
বাংলাবার্তা/এআর