ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তৃতীয় ধাপের আরও ৩ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এই নিয়ে মোট ২২ উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
অশোক কুমার দেবনাথ বলেন, রেমালের প্রভাবের কারণে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, কচুয়া, ও নেত্রকোনা খায়লিয়াজুরি উপজেলা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ও বিদ্যুৎ না থাকায় এ সিদ্ধান্ত হয়েছে।
রেমালে ক্ষয়ক্ষতির কারণে সোমবার (২৭ মে) ১৯ উপজেলা নির্বাচন স্থগিত করে ইসি। যে ১৯টি উপজেলা ভোট স্থগিত করা হয়েছে। সেগুলো হলো- বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙামাটির বাঘাইছড়ি।
বুধবার (২৯ মে) ৮৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাবার্তা/এআর