ছবি : সংগৃহীত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে দেশের বাইরে কোনো সম্পদ আছে কিনা তা জানার জন্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ মে) হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শেষ করেই মামলা করবে দুদক৷ এর আগে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে৷
তিনি বলেন, বেনজীর আহমেদ এখনো আসামি নন। তিনি অপরাধী কিনা পূর্ণাঙ্গ তদন্ত শেষে জানা যাবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৮ মে) দুদকের পক্ষ থেকে পাঠানো পৃথক নোটিশে সশরীরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আগামী বৃহস্পতিবার (৬ জুন) দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্য একটি নোটিশে বেনজীরের স্ত্রী ও সন্তানদের আগামী রোববার (৯ জুন) হাজির হতে বলেছে দুদক।
বাংলাবার্তা/এআর