ছবি : সংগৃহীত
দেশের ১৬ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা বাড়লেও রাতে হতে পারে বজ্রসহ বৃষ্টি । যা আগামী ৩ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে।
রোববার (২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
দেশের বিভিন্ন জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে ।
আরও বলা হয়েছে, বর্তমানে ঢাকা ছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে আগামী ২৪ ঘণ্টায় তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
বাংলাবার্তা/এআর