
ছবি : সংগৃহীত
ফের মিয়ানমারে মৃদু ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী বাংলাদেশও।
রোববার (০২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। এ সময় রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
মিয়ানমারের মাওলাইক এলাকায় উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।
ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৪২ কিলোমিটার দূরে ছিল বলে জানা যায় ।
এর আগে বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা থেকে প্রায় ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে রিখটার স্কেল ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়। যা ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়ে ছিল।
বাংলাবার্তা/এআর