ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় রেমালের পর দেশে দিনের তাপমাত্রা বেড়েই চলেছে। তবে সেই সাথে রাতে-দিনে রয়েছে বৃষ্টির আভাস। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ৮ বিভাগেই বজ্রসহ ভারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোববার (২ জুন) সকাল থেকে সোমবার (৩ জুন) সকাল পর্যন্ত ৮ বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল সিলেটে। বৃষ্টি কম ছিল ঢাকা ও বরিশাল বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি ২২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) খুলনা অঞ্চল ছাড়া সারাদেশে বিস্তার লাভ করেছে। দুই একদিনের মধ্যে মৌসুমি বায়ু খুলনা অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দেশের বিভিন্ন জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
বাংলাবার্তা/এআর