
ছবি : সংগৃহীত
সুষ্ঠু পরিবেশে দেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৬০ উপজেলায় চলছে চতুর্থ ধাপের ভোটগ্রহণ।
বুধবার (০৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৬০টি উপজেলায় মধ্যে ৬টি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, দুর্গম এলাকা বিবেচনায় ১৯৭ কেন্দ্রে ব্যালট পেপার মঙ্গলবার (০৪ জুন) পাঠানো হয়েছে। আর চার হাজার ৯৪৭ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে আজ সকালে।
মোট পাঁচ হাজার ১৪৪টি কেন্দ্রে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
নির্বাচনে তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন ভোটের লড়াই করছেন।
চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজন, মোট পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাংলাবার্তা/এআর