ছবি : সংগৃহীত
৩য় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিভিন্ন বিষয় আলাপের পর মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
রোববার (০৯ জুন) রাতে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, শপথের পরপরই মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ভবিষ্যতের দিনগুলোতে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রতিবেশী দু’দেশের বহুমাত্রিক সম্পর্ক। দুদেশের সম্পর্কের মাধ্যমে উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতেও এই বহুমাত্রিক সম্পর্ক আরও বিস্তৃত হবে।
বাংলাবার্তা/এআর