ছবি : সংগৃহীত
শাহজালাল বিমানবন্দর এলাকার রাস্তার দুই পাশে সড়ক দুর্ঘটনার কারণে যানবাহনগুলো আসা-যাওয়া করতে না পারায় সড়কে দেখে দিয়েছে তীব্র যানজট।
মঙ্গলবার (১১ জুন) সকালে দুর্ঘটনার পর থেকেই ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
ট্রাফিক সূত্রে জানা গেছে, বিমানবন্দরের দু পাশের সড়কে দুটি দুর্ঘটনা এবং শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ টার্মিনালে গাড়ি প্রবেশ না করার কারণে সড়কে তীব্র চাপ তৈরি হয়েছে। ফলে উভয় দিকের সড়কে চাপ সৃষ্টি হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আব্দুল মোমেন বলেন, প্রগতি সরণি রোডে নর্দা পর্যন্ত চাপ চলে এসেছে। আবার ইসিবি থেকে রেডিসন বা উত্তরার দিকে কোনো গাড়ি যেতে পারছে না।
বাংলাবার্তা/এআর