ছবি : সংগৃহীত
আগামী ১৭ জুন দেশে পালিত হবে ঈদুল আজহা। এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ, গাবতলীতে বাড়ছে চাপ। সেই সাথে দেখা দিয়েছে বাসের শিডিউল বিপর্যয়।
শুক্রবার (১৪ জুন) বিকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে ও কাউন্টারে থাকা লোকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা যায়।
তারা জানায়, শুক্রবার সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। এছাড়া উত্তরের জেলাগুলোতে যেতে চাওয়া মানুষদের গাবতলীতে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও দেখা যায়।
এদিকে দেখা যায়, গাবতলীতে ফুটপাত ও কাউন্টারগুলোর সামনে বাড়ি ফেরা মানুষদের ভিড় সব থেকে বেশি। উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় রয়েছে হাজার হাজার মানুষ ও শত শত দূরপাল্লার যানবাহন।
উল্লেখ্য, গত শুক্রবার (০৭ জুন) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এ বছরের কোরবানির ঈদ পালিত হবে আগামী ১৭ জুন (সোমবার)।
বাংলাবার্তা/এআর