ছবি : সংগৃহীত
আগামী ১৭ জুন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে এর মধ্যে ৪ বিভাগে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হলো: রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ।
ঢাকায় ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সকল বিভাগে চলবে রোদ-বৃষ্টির খেলা। তবে একটানা বা ভারী বৃষ্টিপাতের আভাস নেই।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আষাঢ় মাসের একেবারে প্রথমেই ঈদ পালিত হবে। বর্ষার মেঘ এখন সারাদেশেই বিস্তার লাভ করেছে। ফলে বৃষ্টিপাত হবে এটিই স্বাভাবিক ঘটনা। তবে উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের তিন বিভাগ ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হতে পারে। একটানা বর্ষণের শঙ্কা তেমন না থাকলেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকাসহ অন্যান্য বিভাগে বৃষ্টি হলেও রোদের দেখা মিলবে। রাজধানীতেও থাকবে রোদ-বৃষ্টি। এছাড়া বিরাজ করতে পারে ভ্যাপসা গরমও।
বাংলাবার্তা/এআর