ছবি : সংগৃহীত
দেশে সম্প্রতি আলোচিত-সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত, তার নিজের ৪টি গাড়ি বিক্রি করে কানাডায় পাড়ি জমাতে চান বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি ৪টি গাড়ির নামও উল্লেখ করেছেন।
এর আগে ১৫ লাখ টাকার খাসি কিনতে গিয়ে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন ইফাত। যদিও মতিউর রহমান দাবি করেছেন, ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই।
সম্পর্কের বিষয়ে মুশফিকুর রহমান ইফাত তার ফেসবুক আইডিতে পোস্ট করে দুঃখ প্রকাশ করে লিখেছেন।
তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো: আমার বাবা মতিউর রহমান জীবনে ভালোবাসার আরেক নাম ছিলো বাবা, কিন্তু এই বাবাই সামান্য ভুলের জন্য আমাকে সন্তান হিসেবে অস্বীকার করে দিছে!!আচ্ছা বাবা তুমিও তো জীবনে কত কিছু করেছো অনেকগুলো বিবাহ করেছো তারপর সরকারি খাত থেকে শুরু করে কত জায়গা থেকে শত শত কোটি টাকা লুটপাট করেছো কই আমি তো কোনোদিন বলি নাই আমার বাবা আসাধু লুটতরাজ, তোমাকে কোনোদিন বাবা হিসেবে অস্বীকার করি নাই কিন্তু তুমি কিভাবে করলে বাবা?????
এই বিষয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ‘ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।
তিনি বলেন, ‘ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি, রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।
বাংলাবার্তা/এআর