ছবি : সংগৃহীত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ নির্ধারিত সময়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত না হলেও আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে নিজের বক্তব্য দিয়েছেন।
রোববার (২৩ জুন) সকাল ১০টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল বেনজীর আহমেদের।
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন জানিয়েছেন, বেনজীর আহমেদের মাধ্যমে গত ২১ জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারের চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি। লিখিত বক্তব্যে তার অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।
তবে বেনজীর এখন কোথায় আছেন তা জানাতে পারেন নি দুদক সচিব।
তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনবিআর সদস্য মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। এবিষয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আলোচিত সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক এখনও অনুসন্ধানের কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানান দুদক সচিব।
আগামীকাল সোমবার (২৪ জুন) তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাদের দিনক্ষণ নির্ধারিত। যেহেতু দুদকে এরইমধ্যে তারা নিজেদের পক্ষে লিখিত বক্তব্য দিয়েছে ধারণা করা হচ্ছে তারাও আসবেন না। এরইমধ্যে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজীর ও তার পরিবারের স্থাবর অস্থাবর সকল সম্পদ জব্দ করা হয়েছে।
বাংলাবার্তা/এআর