ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই প্রতিবার গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। ৭৫-এর আগস্টের পর বার বার ক্ষমতা বদল হয়েছে অস্ত্রের মাধ্যমে এবং ষড়যন্ত্রের মাধ্যমে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ জুন) রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল করেছেন। আওয়ামী লীগে থাকা অবস্থায় তারকা থাকলেও পরবর্তীতে সে তারা আর জ্বলেনি, নিভে গেছে।
শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। তবে এসব আঘাত কোনো ক্ষতি করতে পারেনি। বরং আওয়ামী লীগ প্রতিবারই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। এ দেশের প্রতিটি অর্জনের পেছনে আওয়ামী লীগের অবদান রয়েছে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রত্যেক নেতাকর্মীকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বলব, আপনারা একবার চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কষ্ট করেছে। বার বার আঘাত এসেছে। পরিবারগুলো কষ্ট করেছে। কিন্তু এই সংগঠন ধরে রেখেছে। কাজেই যেমন সংগঠন করতে হবে, সেই ভাবে জনগণের আস্থা-বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা-বিশ্বাসটা অর্জন করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। বাঙালির প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওৎপ্রোতভাবে জড়িত। যারা বিভিন্ন সময় আওয়ামী লীগ ছেড়ে গেছেন, তারা আজ হারিয়ে গেছেন। সেসব নেতা ভুলে গিয়েছিলেন যে, আওয়ামী লীগের নেতৃত্বে থেকেছিলেন বলেই তারা আলোকিত হয়েছিলেন।
সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এআর